ঢাকা: আজ ১৪ অক্টোবর সকাল প্রায় ১১:৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগর, শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে ৯ জন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় অনেক ব্যক্তি দগ্ধ হয়েছেন। ঘটনাটি খুব দুঃখজনক।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
জানা গিয়েছে , আগুনে দগ্ধ হওয়া পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
