ঢাকা: তিনি যেখানেই যান, যে দেশেই যান কিছু না কিছু অর্জন করে আসেন। সেই অর্জন একেবারে মাথায় বারি দেয়ার মতো অর্জন। এবারো আন্তর্জাতিক খেলোয়াড়ের ইতালি সফরে বিশাল অর্জন হয়েছে।

যেমন নিজে সেখানে অপমানিত হয়েছেন, তেমনি অপমানিত করেছেন দেশকে। যেহেতু তিনি দেশের প্রতিনিধি হয়ে গেছেন।

সম্প্রতি ইতালির রোমে শহরটির মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সাথে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে সৌহার্দ্য ও সহযোগিতার কথা বলা হলেও, প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মক বিতর্কের জন্ম দিয়েছে।

ছবিতে রোমের মেয়রের বসার ধরনকে অনেকেই ড. ইউনূসের প্রতি অপমান এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন।

ছবিতে দেখা গিয়েছে, ড. ইউনূসের মুখোমুখি বসে থাকা মেয়র রবার্তো গুয়ালতিয়েরি একটি পা অপর পায়ের ওপর তুলে আরামদায়ক ভঙ্গিতে বসে আছেন। তবে উদ্বেগজনকভাবে, তার এক পায়ের জুতার তলা প্রায় সরাসরি ড. ইউনূসের দিকে তাক করা।

কিন্তু আমরা আগেও বলেছি, অপমান গায়ে মাখেন না ইউনূস। তিনি কেবল নিজের স্বার্থ দেখেন। সেখানে দেশ গোল্লায় যাক।

এছাড়া, ইতালি সরকার এবার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এ তো বিশাল অর্জন ইউনূসের।

তবে ইউনূস জানিয়েছেন, বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেয়ার সুযোগও তৈরি হচ্ছে। এগুলো অবশ্য বাহুল্য কথা।

কারণ এক একটি দেশ ধীরে ধীরে বাংলাদেশিদের ভিসা দেয়াই বন্ধ করে দিচ্ছে। অন অ্যারাইভাল ভিসা পর্যন্ত পাচ্ছে না! এই সবই ইউনূসের কামাল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইউনূস বলেন, এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বৈদেশিক বিনিয়োগে ভাটা পড়ার প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো অর্থই বর্তমানে দেশের অর্থনীতিকে সচল রেখেছে। দেশের প্রতি প্রবাসীদের এই অবদানকে তিনি ‘অমূল্য’ হিসেবে অভিহিত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *