ঢাকা: এবার খালাস পেয়ে গেলেন শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে খালাস দিয়ে দিলো আদালত।

আজ, ২৭ মে মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এই রায় ঘোষণা করেন। রায়ের সময় শফিক রেহমান আদালতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপি এবং সহযোগী দলের কয়েকজন নেতা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে বৈঠক করে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি এ মামলায় সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক পর্যায়ে মামলায় ১২ জন সাক্ষ্য দেন। উল্লেখযোগ্য যে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এই একই মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকেও আদালত খালাস দিয়ে দেয়।

উল্লেখ্য গত ২৭ এপ্রিল শফিক রেহমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়। আদালত রায়ের জন্য ২৭ মে অর্থাৎ আজকের দিনটি ধার্য করেন। এর আগে ২০২৩ সালের ১৭ আগস্ট এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

অবশ্য খালাস পেয়ে যাচ্ছেন বাঘা বাঘা সকলেই। যা মুক্তিযুদ্ধের চেতনায় কালিমা।বাংলাদেশের ইতিহাসের এক ঘৃণ্য অধ্যায়ের নাম মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধী আজহারুল ইসলাম। প্রায় দেড় হাজার নিরীহ বাঙালিকে হত্যা, গণধর্ষণ ও লুটপাটে নেতৃত্ব দেওয়া রাজাকারকে আপিল বিভাগ খালাস দিয়েছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *