ঢাকা: প্রতিদিন ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা আছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
যারা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে একজন পুরুষ আর বাকি তিনজন নারী। তাদের বয়স ১৩ থেকে ৮০ বছর।
তথ্য বলছে, এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জনে।
এদিকে এই একই সময়ে নতুন করে ৭৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং এ পর্যন্ত চলতি বছর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৭,০১৫ জনে।
আজ, বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেঙ্গু সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
