চট্টগ্রাম: দেশে আগুনের রাজনীতি আবারও ফিরে এসেছে…? সামনে এমন ঘটনা আরো অনেক হবে, ধরন দেখে তো তাই আন্দাজ করছে এই মুহূর্তে জনগণ!
প্রতিদিন কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজ ফের কালো ধোঁয়ায় আকাশ ঢাকলো। কারও স্বপ্ন পুড়ে যাচ্ছে নিমিষেই।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ৫ নম্বর সড়কের অ্যাডানস ক্যাপ্স অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক ওই কারখানায় হঠাৎ এই ঘটনা ঘটে।
জানা গেছে , কারখানাটি মূলত তোয়ালে উৎপাদন করে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
