ঢাকা: দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছেন। এবং এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫৫ জন ডেঙ্গুরোগী।
এই সংখ্যা নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৩ জন এবং শনাক্ত রোগী বেড়ে হয়েছে ৫৭ হাজার ৭৭০ জনে।
উল্লেখযোগ্য যে, গত ৯ মাসের চেয়ে চলতি এই অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্তের হার ভয়াবহ বেশি। সব মিলিয়ে জনগণের চিন্তা বাড়ছে।
এই মাসের ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১০ হাজার ৪২৮ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৭১৬ জন ডেঙ্গুরোগী। এবং এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়া পেয়েছেন ৫৪ হাজার ৮৩৪ জন।
