ঢাকা: একই রকম টি শার্ট পড়ে – আয়োজন করে ঢাকা শহরে অরাজকতা করছে ইউনুস আর জামাতের জুলাই জঙ্গিরা। এদের জন্য দেখাদেখি জামাতের অনুশোচনা উথলে পড়ছে। জামাত শিবিরের ভাড়াটে গুণ্ডা এরা।
জুলাই আহত, যোদ্ধারা ককটেল কোথায় পেলো? তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল মারছে।
টি শার্টগুলো দেখলেই বুঝতে পারবেন।এগুলো পরিকল্পিত। এই মব বাংলাদেশের স্থিতিশীলতা আর শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় এই মব আরো ভয়ংকররূপে চলে যেতে পারে।
জুলাই যোদ্ধারা কার পক্ষে, কোন যুদ্ধের সৈনিক এরা?
প্রশ্ন হচ্ছে, এরা কার পক্ষে লড়ছে?
জনগণের? নাকি ক্ষমতার দালালদের?
আজকের এই ঘটনাটি যে পরিকল্পিত ছিল, তা বোঝার জন্য কোনো গোয়েন্দার দরকার নেই।
একই রঙের টি-শার্ট, একসুরে স্লোগান, আর একই দিক থেকে মঞ্চে নামা সবই বলে দিচ্ছে, এই যুদ্ধ জনতার নয়, পুরোপুরি সাজানো নাটকের অংশ।
বুঝতে বাকি আছে জুলাই যোদ্ধা লেখা একই ধরনের টি-শার্ট সরবরাহ করলো কারা?
এদিকে শফিকুরের আদর উথলে পড়ছে।
জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জাজনক বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) মিরপুর ১০ নম্বরের শ্রমিক সমাবেশে তিনি কথাগুলো বলেন।
জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক। অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি।
জামায়াত কারও বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়া হয়নি।
তিনি আরও বলেন, সুযোগ থাকার সত্ত্বেও জামায়াত কোনো অপরাধে লিপ্ত হয়নি। এমনকি সামনের দিনগুলোতে কাউকে অপরাধ করতে দেয়া হবে না বলে প্রতিশ্রুতি দেন আমির।
