ঢাকা: শিক্ষকরা তাঁদের ন্যায্য দাবি আদায়ের কারণে দিনের পর দিন কষ্ট করেই যাচ্ছেন। অথচ রাষ্ট্র বোবা, কালা। রোদ, বৃষ্টিতে তাঁরা একভাবে আছেন।
বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকরা আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কালো পতাকা মিছিল করবেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা করেন।
তিনি লিখেছেন, ‘সবাই কালো পতাকা নিয়ে আসুন। দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে। সবাই চলে আসুন।’
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যেই শহীদ মিনারে শিক্ষকরা অনশন কর্মসূচি শুরু করেন। তবে এর আগে মার্চ টু যমুনা কাযসূচি তাঁরা স্থগিত করেছিলেন। তারপরেই অনশন কর্মসূচির ঘোষণা করেন।
দেলোয়ার হোসেন আজিজী জানান, ‘পদযাত্রা স্থগিত হলেও সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার কর্মবিরতি চলবে।’
অধ্যক্ষ দেলোয়ার বলেন, ‘বিগত সময়ে দীপু মনি ও নওফেল যে পথে হেঁটেছেন, ঠিক সেই পথেই আবরার সাহেব হাঁটছেন। কথা বলার প্রয়োজন হলে শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গেই কথা বলা উচিত ছিল, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতাদের সঙ্গে নয়।’
