ঢাকা: আন্দোলনরত শিক্ষকরা‌ বলছেন,
‘আমাদের দাবি ২০%, সরকার দিতে চায় মাত্র ৫% – আমরা প্রত্যাখ্যান করেছি’!

শিক্ষক সমাজের ন্যায্য দাবি ২০% বাড়িভাড়া বৃদ্ধি। কিন্তু সরকার মাত্র ৫% প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। ন্যায্য অধিকার আদায়ের এই সংগ্রাম চলবেই।

প্রসঙ্গত, আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ৫ শতাংশ হারে বাড়িভাড়া দিতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়। এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

তবে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন, ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে।

রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পর এক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী লিখেছেন, ৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।

রবিবার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে ৮ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।

নতুন কর্মসূচি হিসেবে দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তাঁরা।

বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *