ঢাকা: ইউনুস মব গ্যাং ক্ষমতা নেওয়ার পর থেকে সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি ,খুন, ধর্ষণ, মব জাস্টিস ঘটেই চলেছে তবুও নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন দেশ ঠিক আছে।

প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতি হচ্ছে। সোনার দোকান থেকে শুরু করে বাড়ি কোথাও বাদ নেই।

এবার একভরি, দুই ভরি নয়, বাসা থেকে দিনে দুপুরে ১০০ ভরি স্বর্ণের পাশাপাশি লুট হয়েছে ৩২ লাখ টাকা।

মিরপুরের ঘটনা এটি। মিরপুরের মাজার রোড এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ডাকাতি কাণ্ডে দিশেহারা অবস্থায় রয়েছেন ভুক্তভোগী পার্টস ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ ও তাঁর পরিবারের সদস্যরা।

দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে ঘরবাড়ি! এই কী‌ সাংঘাতিক অবস্থায় পড়েছে জনগণ। রাতেও ঘুমাতে পারছে না চোর ডাকাতের ভয়ে!

রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোড এলাকার এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে পুলিশ। দারুস সালাম থানার ওসি রকিব উল হোসেন জানান, অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টায় মাস্ক পরা যুবক বাসার কলিংবেল চাপতে থাকেন।

দরজা খোলার সঙ্গে সঙ্গে আসেন আরও দুজন। অস্ত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করে হাত-পা বেঁধে ফেলেন গৃহকর্ত্রীর।

পরে আলমারি ভেঙে ১০০ ভরি স্বর্ণ এবং ব্যবসার জন্য বাসায় রাখা ৩২ লাখ টাকা লুট করে ডাকাতরা।

এই ঘটনায় এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি। হবে কিনা খোদা জানে!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *