ঢাকা: সারা বাংলা সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। এর সৌন্দর্য অপরূপ। মাটির প্রদীপ থেকে শুরু করে বৈদ্যুতিক আলো- সব আছে।
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হচ্ছে শ্যামাপূজা। কালীপুজো ও দীপাবলি উৎসব আজ সোমবার (২০ অক্টোবর) পালিত হচ্ছে।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়।
শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে। সনাতনীরা আজ উপোস করে পুজো করবেন, ভোগ দেবেন মন্দিরে। নিষ্ঠাভরে পুজোয় অংশ নেন সনাতনীরা।
দীপাবলি এবং কালীপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মন্দিরগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে, আলোয় ঝলমল করছে চারদিক।
রাতে মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি আছে।
তাছাড়া হিন্দুরা ঘরে ঘরে প্রদীপ জ্বালাবেন, শঙ্খ, উলুধ্বনিতে চারদিক গমগম।
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শ্যামাপূজা উদযাপিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ দীপাবলি উৎসব এবং রাত সাড়ে ৮টায় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
