রাজশাহী: শহরগুলো নোংরা আবর্জনায় ভর্তি হচ্ছে।‌দূষিত হয়ে পড়ছে বায়ু।

দূষণ কমানোর ক্ষেত্রে পৃথিবীর এক নম্বর হিসেবে সুপরিচিত শহর ছিলো রাজশাহী। মহাজনের ম্যাজিকে রাজশাহী এখন বাংলাদেশের সবচেয়ে দূষিত শহর।

চারদিকে ভেজাল খাবারে পরিপূর্ণ, এর সাথে দূষিত বাতাস পরিবেশকে অনেক ভারী করে রেখেছে।

যা খুশি হোক, কারো কোন অভিযোগ নেই, দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে।

সবাই আসলে অভ্যস্ত হয়ে গেছে, তাছাড়া অভিযোগ দেবেই বা কার কাছে?

ক্ষমতাসীনরা শুধু ক্ষমতায় বসে এদেশের সম্পদ এক জায়গায় করে বিদেশে পাচার করার জন্য।

ঢাকার অবস্থা তো গণনার মধ্যে ধরেই লাভ নেই। এখন রাজশাহীর পরিস্থিতি দেখে কান্না আসে।

বিশ্বের অন্যতম সফল দূষণ নিয়ন্ত্রণকারী শহর হিসেবে একসময় যে রাজশাহীর নাম উঠে এসেছিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই নির্মল বায়ুর শহরটি এখন বাংলাদেশের সবচেয়ে দূষিত নগরীতে পরিণত হয়েছে।

কী অবস্থা চারদিকে। বৃক্ষ নিধন থেকে জলাশয় ভরাট এবং বর্জ্য অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে পদ্মাপাড়ের এই নগরবাসী।

সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সোমবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে বায়ুমানের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল রাজশাহী।

শহরে বায়ুমান রেকর্ড হয়েছে ১৬৭। এই স্কোর অনুযায়ী, রাজশাহীর বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’।

উক্ত তালিকায় রাজশাহীর পরেই আছে খুলনা (১৫৭), রংপুর (১৩৭), বরিশাল (১১৪), ময়মনসিংহ (১১৩)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *