চট্টগ্রাম: সাংবাদিকরা কোনো প্রশ্ন করতে পারবেন না, সাংবাদিকের কন্ঠে সিল গালা করা হয়েছে।‌বাকরুদ্ধ থাকতে হবে। নিজের কাজ করতে গেলেই মবের হাতে পড়তে হবে।

এর আগে তো সাংবাদিকের ওপর বেহিসাবি অত্যাচার হয়েছে। এবার ফের একই সন্ত্রাসী কর্মকাণ্ড হলো।

শিকার পেলে হিংস্র জানোয়ার যেমন চারদিক থেকে ঘেরাও করে তেমনি হয়েছে এই ইউনূসের সন্ত্রাসীরা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। চোখের উপর ফুলে কালো হয়ে গেছে ঐ সাংবাদিকের।

আহত অবস্থায় সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

আহত সাংবাদিকের নাম লিটন কুমার চৌধুরী। তিনি দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকাতেই।

লিটন কুমার চৌধুরীর ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সাংবাদিকের ওপর এইভাবে অত্যাচার চলেছে।

‘সীতাকুণ্ড সম্মিলিত নাগরিক কমিটি’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক লিটনকে ঘিরে রেখেছেন। তাঁদের মধ্যে দুজন লিটনকে মারধর করছেন।

কোনো দোষ না পেলে আওয়ামী দোসর বলে ট্যাগ দেয়া হয়। সাংবাদিক তাঁর কাজ করতে গিয়েছেন, তাঁকেও ট্যাগ দিয়ে দেয়া হলো।

লিটনকে ‘আওয়ামী লীগের দালাল’, ‘মিথ্যা নিউজ ছড়ানোর হোতা’ ইত্যাদি আজেবাজে মন্তব্য করা হচ্ছিলো।

পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ লিটন চৌধুরীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাংবাদিককে মেরে তাঁর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো গ্রেপ্তারির খবর নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *