ঢাকা: আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলতে এবার আন্তর্জাতিক চাপ এসেছে মুহাম্মদ ইউনূসের ওপর! মোট ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে।
ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা সহ মোট ১২টি গুরুত্বপূর্ণ সুপারিশ আমলে নেয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি যৌথভাবে খোলাচিঠি দিয়েছে।
এই খোলা চিঠিতে স্বাক্ষরকারী সংস্থাগুলো হলো-
সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্চ এফ. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।
যে ১২টি সুপারিশ আমলে নেয়ার জন্য সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে, সেগুলো হলো-
জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, নিরাপত্তা খাতে সংস্কার, গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সহযোগিতা।
