ঢাকা: অক্লান্তভাবে, ঝড় বৃষ্টিতে নিজেদের দাবিতে অটল রয়েছেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের ক্ষোভ বাড়ছে। ফেনিয়ে উঠছে আন্দোলন।
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনশনে এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ অনশনরত ৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
আজ, মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এই তথ্য জানান।
তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ছাড়বেন না। দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।
আজকে ১০ দিন ধরে তাঁরা ঢাকার রাজপথে পড়ে আছেন। নিদারুণ মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
অনেক শিক্ষক ধারদেনা করে ঢাকায় আসছেন, শুধু চিড়া ভিজিয়ে খাচ্ছেন কেউ কেউ, অনেকে ঢাকার এই আবহাওয়ায় অসুস্থ হয়ে যাচ্ছেন। হাসপাতালে গিয়ে নূন্যতম চিকিৎসাসেবা গ্রহণ করার সামর্থ্যও অনেকের নাই। এত খারাপ অবস্থা হয়ে গেছে।
উল্লেখযোগ্য যে, রবিবার সরকার মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও সেটা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে চলছে কর্মবিরতি। শিক্ষকদের আন্দোলন ঘিরে চরম বিপাকে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। দাবি যৌক্তিক উল্লেখ করে তারা একাধিকবার বৈঠক করেও সুরাহা করতে পারেনি।
