ঢাকা: অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের হুমকি কাজে লেগেছে। অন্তর্বর্তী সরকার চাপে পড়ে যায়।
বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ এবং আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দেওয়া হয়।
এই ঘোষণার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি।
তিনি বলেছেন, ‘আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।’
টানা ১০ দিন আন্দোলন করে যাচ্ছিলেন তাঁরা। প্রচণ্ড হুমকি দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টাকে এবং তাঁকে ২২ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছিলো।
