ঢাকা: বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দিনে দিনে বাড়ছে।

২০১৪ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী ৬৭ হাজার ৮৯০টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন মানুষ মারা গিয়েছেন। এবং দুর্ঘটনায় আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ২১ জন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য পাওয়ার দাবি করেছে। তবে প্রতিষ্ঠানটির মতে, দেশের হাসপাতালগুলোর চিত্র বলছে হতাহতের সংখ্যা আরো বেশি।

হতাহতের সংখ্যা বাড়ার বহু কারণ রয়েছে।

আজ ২১ অক্টোবর, মঙ্গলবার মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক পরিবহন সেক্টরে বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিবহন মালিক-শ্রমিক ও কতিপয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের চাদাঁবাজি ও নৈরাজ্যের কারণে সড়কের বিশৃঙ্খলা, ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল, লাইসেন্সবিহীন চালক, অপ্রাপ্ত বয়স্ক চালক, সড়কে ত্রুটি, চালকের মাদক গ্রহন, বেপরোয়া গতি, অযোগ্য চালকের হাতে লাইসেন্স প্রদান, লাইসেন্সবিহীন-প্রশিক্ষণহীন চালকের হাতে যানবাহন তুলে দেওয়াসহ নানান কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব হলেন মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *