ঢাকা: ২৪ ঘন্টায় ৮০০ র বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।

তথ্য বলছে, দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এবং এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫৩ জনে।

আজ, মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

হিসেব বলছে, এক দিনে সারাদেশে মোট ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই সংখ্যা নিয়ে চলতি বছর মোট ছাড়া পেয়েছেন ৫৮ হাজার ৫২১ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *