চট্টগ্রাম: সহপাঠীর পিটুনিতে প্রাণ চলে গেলো এক স্কুল শিক্ষার্থীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে।

বিরোধ মেটাতে গিয়ে সহপাঠীদের বেধড়ক পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এই ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে। সে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

ছেলেটি কোনো দোষ করেনি, বরং ঝগড়া থামাতে গিয়েছিলো। এতেই চলে গেলো প্রাণ!

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান জানান, মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে হওয়া বিরোধ মেটানোর চেষ্টা করে তানভীর।

আর এতেই ক্ষুব্ধ হয়ে একপক্ষ দুপুরে তানভীরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে সে মারা যায়।

তবে হত্যা করেও তো আজকাল হত্যাকারী রেহাই পেয়ে যায়! তাই এই ঘটনায় কী হয় সেটাই দেখার।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *