ঢাকা: বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন। দেশের কঠিন পরিস্থিতিতে তিনি জাপানে উড়াল দিলেন। যে সময় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার চাপের মুখে, সেসব কোনোকিছুই না দেখে তিনি গেলেন জাপান।

কিছু দিন আগেই তিনি গিয়েছিলেন চিন সফরে। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রথমবার ভারতের উত্তরপূর্বের ৭ রাজ্য নিয়ে মুখ খুলে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপরই ভারত বেশ ভালোভাবে নড়েচড়ে বসে ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

চারদিনের সফর হতে চলেছে এটি। উল্লেখযোগ্য যে, মুহাম্মদ ইউনূসের সফরকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ছাড়াও সেই দেশের ব্যবসায়ী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে।

এর আগে জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানান, যারা জাপানি ভাষায় পারদর্শী, তাদের জন্য রয়েছে বিভিন্ন লেভেলের সুযোগ, এবং লেভেল ফোর পর্যন্ত উত্তীর্ণ হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে জাপানে।

বলেন, “যারা জাপানি ভাষা শিখে লেভেল ফোর পর্যন্ত পাস করতে পারবে, তাদেরকে কাজের জন্য নিয়ে যাওয়া হবে। বিষয়টি এখন আর কেবল কথা নয়, বাস্তবায়নের দিকেই যাচ্ছে।”

ড. ইউনূস বলেন, “আমরা প্রাথমিকভাবে এক লাখ ছেলে-মেয়েকে জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে এগোতে চাই। অবশ্যই এটা রাতারাতি সম্ভব নয়। শুরুটা হবে ২০০ থেকে ৫০০ জন দিয়ে, এরপর ধাপে ধাপে বাড়িয়ে হাজারে, তারপর লাখ এ পৌঁছানো হবে।” তবে কথায় আর কাজে কতটুকু মিল তার সময়েই নির্ধারণ হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *