চট্টগ্রাম: আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে দখলে নিয়েছে টোকাই জঙ্গী এনসিপির চট্টগ্রাম নগর কমিটির আরিফ মঈনুদ্দিন। ভাঙা হয়েছে শেখ মুজিবের মুর‍্যল পর্যন্ত।

এরাই আবার দেশপ্রেমের বার্তা শোনায়, মুক্তিযুদ্ধবিরোধী এনসিপির এইসব জঙ্গী কর্মকাণ্ড দেখে যাচ্ছে অবৈধ সরকার।

বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও দখলের মতো সন্ত্রাসী কাজকর্ম করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বন্দরনগরীতে জিপিওর বিপরীতে দোস্ত ভবনের চতুর্থ তলায় ঘটনাটি ঘটে। এই ভবনেই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছে নির্লজ্জ রাজাকারের দল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ওই ভবনে ভাঙচুর চালাচ্ছেন।

৪০-৫০ জনের একটি দল দোস্ত ভবনের চতুর্থ তলায় যায় এবং আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে দেদার ভাঙচুর চালায়।

এদিকে, এনসিপি নেতাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতে ওই অফিসে বৈঠক করে নগরজুড়ে নাশকতার পরিকল্পনা করছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *