ঢাকা: নিজের দেশ বাংলাদেশে যতটা অসম্মানিত ততটাই ভারতে সম্মানিত লেখক তসলিমা নাসরিন। যদিও পশ্চিমবঙ্গে তিনি যেতে পারেন না।
এবার কেরালায় পুরস্কৃত হলেন তিনি।
ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, “আজ আমাকে দেওয়া হল বিরাট পুরস্কার। ভারতের সবচেয়ে বড় যুক্তিবাদী প্লাটফর্ম esSENSE থেকে। কেরালার কোচিতে। রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে।

লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড। ৫০০০ দর্শক। সকলেই শিক্ষিত, সচেতন , বিজ্ঞানমনষ্ক। এন্ট্রি কিন্তু ফ্রি ছিল না। ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশান করতে হয়েছে। তবেই ঢোকার অনুমতি পেয়েছে।
আমার হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রফেসর টি জে জোসেফ, যার হাত কেটে দিয়েছিল জিহাদিরা”।
প্রতিবাদ করেছেন তিনি বা করছেন এখনো। তেমনি হয়েছেন বিতর্কিত। লেখার জীবনের সাথে ব্যক্তি জীবনও বিতর্কিত হয়েছে বহুবার তসলিমা নাসরিনের।
লেখালেখির জন্য ১৯৯৪ সালে নিজের দেশ, বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে আর এই দেশে ফিরতে পারেননি তিনি।
কেরালায় সন্মানিত হয়ে উচ্ছ্বসিত তসলিমা নাসরিন।

তাঁর লেখার কৃতিত্বকে সন্মানিত করল ভারতের কেরালা। তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন যেখানে দেখা যাচ্ছে কেরালার একটি অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মানের সম্মানিত করা হচ্ছে।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “সারাজীবন যে আদর্শের জন্য জীবনের ঝুঁকি নিয়ে লেখালেখি করলাম, যে আদর্শের কারণে দুই বাংলায় নিষিদ্ধ হলাম, দুই বাংলা থেকে বিতাড়িত হলাম, সেই একই আদর্শের জন্য কেরালা নামের রাজ্যে আমি সম্মানিত হলাম।”
