চট্টগ্রাম: দেশের সবুজ পাসপোর্ট বিদেশে দেখলেই নাক কুঁচকায়। এবং ভিসা তো আর কপালে জুটছে না। জঙ্গী দেশের তকমা লেগে যাচ্ছে বাংলাদেশের পাশে।

বাংলাদেশিরাও কোনো দেশে যেতে পারছে না আর এই দেশেও কোনো পর্যটক আসতে পারছে না। নিরাপত্তা না পেলে কোন পর্যটক আসবে এই দেশে?

দেশের লোকজনকে তো ফকির বানিয়ে ফেলেছে চাঁদাবাজি, ছিনতাই করে এখন বিদেশি পর্যটককেও এরা ছাড় দিচ্ছে না।

এই হচ্ছে বর্তমান ইউনূসীয় বাংলাদেশের ছিরি। লজ্জায় মাথা কাটা যায়!

চট্টগ্রাম বন্দর থানাধীন কাস্টম মোড় এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক বিদেশি নাগরিক। এই ঘটনায় শাকিল ও সাজ্জাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টা নাগাদ মূল সড়কে হাঁটার সময় এক চীনা নাগরিকের ওপর হঠাৎ করে হামলা চালায় ছিনতাইকারীরা।

শুধু ছিনতাই নয়, তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

আহত চীনা নাগরিক বর্তমানে বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *