ঢাকা: ডেঙ্গুতে একদিনে আরো দুইজন মারা গিয়েছেন। এবং এই একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৬২ জন।

আজ, বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু সম্পর্কে এই তথ্যগুলো জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আছেন ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১শ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন রয়েছেন।

তবে সুস্থও হচ্ছেন অনেকে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *