ঢাকা: এত রাখঢাকের দরকার কী? মহাজন ইউনূস একবারেই বলে দিতে পারেন, নির্বাচন হচ্ছে না। আপনারা যে যার জায়গায় ফিরে যান। জনগণের সামনে ভোটের মুলো ঝুলিয়ে রেখে একের পর নাটকের অংক কষে যাচ্ছেন তিনি।

এনসিপি, জামায়াতকে কাজে লাগিয়ে সেই অপচেষ্টাই করে যাচ্ছেন তিনি। লোকদেখানো, দেশ দেখানো বৈঠক করছেন একের পর এক।

এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল বিকাল পাঁচটা পনেরোয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় চার নেতা।

চার নেতার মধ্যে ছিলেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের শুধু কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটা বাস্তবায়ন কীভাবে হবে সেটা সম্পর্কে নিশ্চয়তা পাবার পর আমরা সই করব।

নাহিদ ইসলাম বলেন, আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। যে আদেশ ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে জারি করবেন।

কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার বৈধতা তার কাছে। প্রেসিডেন্ট চুপ্পুর নয়। এর আইনি ও রাজনৈতিক কারণ আমরা তুলে ধরেছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *