ঢাকা: সাকিব আল হাসান আবারও জুলাই-আগষ্টে তাঁর সিদ্ধান্ত ঠিক ছিলো বলে স্পষ্ট করে বলেছেন এবং সেই সিদ্ধান্তের জন্য তাঁর কোনো অনুশোচনা নেই, পরিষ্কার জানিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন দেশের মানুষ এখন আস্তে আস্তে সব বুঝতে পারছে।
বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তাঁর রাজনৈতিক মতাদর্শ এবং ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা নিয়ে দৃঢ় মন্তব্য করেছেন। তাঁর মন্তব্যে কোনো কুয়াশা বা ধোঁয়াশা নেই।
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য, ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে মুখ খোলেন।
তিনি পরিষ্কার বলেন, “আওয়ামী লীগে রাজনৈতিক অবস্থান নিয়ে আমার কোনো অনুশোচনা নেই, গর্ববোধ করি।” তাঁকে যে কোনো সমালোচনায় ঠেকানো যায় না এটা তিনি স্পষ্ট করলেন।
আন্দোলন চলাকালীন সময়ে সাকিব দেশে ছিলেন না। আমেরিকায় অবস্থান করছিলেন।
৫ আগস্টের ঘটনা মানুষ বুঝতে পারছে, সেটা পরিষ্কার জানিয়ে দিলেন।
সাকিবের ভাষায়, ‘আমি মনে করি সেটি ছিল একটিমাত্র মুহূর্ত যা আমার বিরুদ্ধে গেছে। হয়তো মানুষ অন্য কিছু আশা করছিল, আর আমি সেই অবস্থানে ছিলাম না, কিংবা সত্যি বলতে আমি পুরো পরিস্থিতি বুঝতেই পারিনি। আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই বিষয়টা কঠিন ছিল।
আমি তাদের অবস্থান বুঝতে পারি এবং সম্মান করি, কিন্তু আমার কোনো অনুশোচনা নেই। বরং আমি মনে করি, মানুষ এখন ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে।’
এর আগে ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের থেকেও বেশি উত্তেজনা ছড়িয়েছে সাকিব – আসিফ মাহমুদের ফেসবুক লড়াই !!
সাকিব আল হাসান তাঁর জীবনে যা অর্জন করেছেন তা তাঁর মেধা শ্রম,কষ্টের প্রতিদান।
আর আসিফরা জঙ্গীপনা করে লুটপাট করে দেশটাকে বিকিয়ে দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান।
শুভেচ্ছা জানানোটাই যেন তাঁর অপরাধ হয়ে দাঁড়ায়। তেলে বেগুনে জ্বলে ওঠে জঙ্গী আসিফ মাহমুদ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। হাসিনাকে শুভেচ্ছা জানানোর পর তাঁর পাল্টা পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’
এদিকে সাকিব আল হাসানের পোস্টের পাল্টা জবাব দিয়ে একটি পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’
আসিফ মাহমুদের এই পোস্টের পর তার পাল্টা জবাবে আরেকটি পোস্ট করেন সাকিব।
সাকিব লেখেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
