গাজীপুর: অর্ধেক কারখানা তো বন্ধই হয়ে গেছে, বাকি যা আছে তাতেও শ্রমিকদের বেতন নেই। ফলে বকেয়া বেতনের দাবিতে শেষমেশ রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন পোশাকশিল্পের শ্রমিকরা।
এদিকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শ্রমিকের রক্তের মূল্য নেই এই সরকারের কাছে।
এই ঘটনায় এক নারী শ্রমিক গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় ক্লিনিক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবস্থিত এএ নিট স্পিন লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।
এমনি এমনি তো আর রাস্তায় নামেননি তাঁরা।
শ্রমিকরা আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
কারখানার শ্রমিক আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের বেতন দেয়ার কথা প্রতি মাসের ৭ তারিখ, কখনো ১০ তারিখেও মেনে নিই।
কিন্তু এখন অক্টোবরের ২৩ তারিখ, তবু গত আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসের বেতন দেয়া হয়নি। আমরা সংসার চালাবো কীভাবে? বাড়িভাড়া, দোকানের বাকী এসব কেউ বুঝতে চায় না।
নারী শ্রমিক সায়মা আক্তার বলেন, দুই মাসের বেতনের কোনো খবর নেই। আজ ২৩ তারিখ, অথচ বেতন দেয়ার কোনো নিশ্চয়তা নেই। ঘরে চাল-ডাল নেই, সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।
আমরা কারও ক্ষতি করতে চাই না, কিন্তু উপায়ও তো নেই। যে বেতন পাই, তা দিয়েই দোকানের বাকি ও বাড়ি ভাড়া মিটিয়ে শূন্য হাতে ঘরে ফিরতে হয়।
বৃদ্ধ মা-বাবা ও সন্তানরা আমাদের বেতনের জন্য অপেক্ষা করে থাকে। অথচ সময় মতো বেতন পাই না। পরে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।
