ঢাকা: সড়ক দুর্ঘটনা অস্বাভাবিকভাবে বাড়ছে বাংলাদেশে। সরকারের কোনোদিকেই কোনো সচেতন দৃষ্টি নেই।

সারাদেশের ৭ জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মা-মেয়েসহ ১২ জন মারা গিয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানাচ্ছে, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২ জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

আরো কতগুলো জীবন ঝরে গেলো। ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা স্বপরিবারে সেঁজুতি ট্রাভেলস-এর বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আনন্দ করে বেড়াতে যাচ্ছিলেন।

পাগলা বাজার এলাকায় পৌঁছালে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা।

এদিকে, ফরিদপুরেও ঘটেছে ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন আরো ৫ জন।

নরসিংদীর মাধবদীতে গতরাতে বাস চাপায় ইজিবাইকের চালকসহ মারা গিয়েছেন ৩ জন।

যশোরের চৌগাছায় একটি দুর্ঘটনা ঘটে। বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গিয়েছেন।

আরো দুর্ঘটনা ঘটেছে রাজধানী, লালমনিরহাট ও বাগেরহাটে। মারা গিয়েছেন ৩ জন।

এরকম আরো ঘটনা প্রতিদিন ঘটছেই। আনাচে কানাচে প্রতিদিন ঘটেই চলেছে। কোথাও খবর পাওয়া যায়, কোথাও নয়। কত ধর্ষণ ঘটনা পরিবার ধামাচাপা দিতে বাধ্য হয় ধর্ষকের ভয়ে। আতঙ্কে থাকে তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *