সিলেট: ছবির চেয়েও সুন্দর সিলেট স্টেডিয়াম, শেষ বিকেলে সূর্যের বিদায়ে ফুটে ওঠে অপরূপ সৌন্দর্য। প্রকৃতি যেন ঢেলে দেয় নিজেকে সূর্যাস্তের সময় এই স্টেডিয়ামে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ক্রিকেট স্টেডিয়াম।

সবুজ পাহাড়-টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ দ্বারা বেষ্টিত এই ক্রিকেট স্টেডিয়ামটি।

বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

উল্লেখযোগ্য যে, বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে ক্রিকেট ৩৬৫।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি সিলেট এয়ারপোর্ট রোডে অবস্থিত। বিভিন্ন দেশের ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররা বহু সময় এই ভেন্যুটির অপূর্ব সৌন্দর্য্যের কথা বলেছেন।

স্টেডিয়াম নিয়ে ‘ক্রিকেট ৩৬৫’-এর মন্তব্য:

প্রতিবেদনে সিলেট স্টেডিয়াম সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় এবং সবুজ চা বাগানের মাঝে অবস্থিত এই স্টেডিয়ামটি চোখের জন্য এক অপরূপ আনন্দের জায়গা।

মাঠের চারপাশের নির্মল সবুজ পরিবেশ দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে।

“সিলেটের এই মনোরম প্রাকৃতিক দৃশ্যের পটভূমি বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলাগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে, যখন পাহাড়ের ওপর কুয়াশা জমে থাকে এবং গোধূলির আলোয় পুরো মাঠ আলোকিত হয়।”

২০০৭ সালে নির্মিত সিলেট স্টেডিয়াম। ২০১৪ সালের ১৭ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে।

এই তালিকায় থাকা অন্যান্য স্টেডিয়াম হচ্ছে:

১. নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম (দক্ষিণ আফ্রিকা)

২. অ্যাডিলেড ওভাল (অস্ট্রেলিয়া)

৩. ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম (ভারত)

৪. গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম (পাকিস্তান)

৫. ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (ওয়েস্ট ইন্ডিজ)

৬. লর্ডস ক্রিকেট স্টেডিয়াম (ইংল্যান্ড)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *