নাটোর: শেখ হাসিনা ভূমিহীনদের জমি দেন, ঘর দেন আর জামাত তা বন্ধ করে। শেখ হাসিনা গরিব মেহনতী মানুষের সরকার, তার প্রমাণ দেশবাসী পেয়েছে।

এবার নাটোরের বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি চকপাড়া এলাকায় সরকারি ভিপি জমি দখল করে ভূমিহীন পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা মারাত্মক বিপদে পড়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ওই গ্রামের শিখা বেগম।

জামায়াতের কর্মকাণ্ডই এমন। ধর্মের লেবাস ধরে এরা লুটপাট চালিয়েছে এবং চালাচ্ছে।

শিখা বেগম বলেছেন, ‘আমরা ভূমিহীন মানুষ। সরকারের ভিপি জমির একাংশে আমাদের বসবাস। এই পথ দিয়েই আমরা বাজার, স্কুল ও হাসপাতাল যাতায়াত করি। কিন্তু এখন জামায়াত নেতা কামরুল ইসলাম বেআইনিভাবে জমি দখল করে কাঁটাতার দিয়েছেন। ফলে আমরা সমস্যায় পড়েছি।’

তিনি বলেন, কামরুল ইসলাম শুধু সরকারি জমি দখলই করেননি, তিনি এলাকায় ‘ফিলোন সমবায় সমিতি’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠান চালিয়ে উচ্চ সুদের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। ওই অবৈধ অর্থের জোরেই এখন তিনি সরকারি জমি নিজের নামে দাবি করছেন।

অথচ এই সুদ ইসলামে হারাম। আর এই হারামেই আরাম এই ভণ্ডদের।

তাছাড়া ঐ জামায়াত নেতার প্রতিপত্তি থাকার জন্য ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। কষ্ট করে দিনানিপাত করছেন।

ভুক্তভোগীদের দাবি, দাগ নং ১৬০২ ও ১৬০৩ নম্বর সরকারি ভিপি জমি রাষ্ট্রের মালিকানাধীন এবং ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য নির্ধারিত।

কিন্তু জামায়াত নেতা অবৈধভাবে জমি ক্রয় দাবি করে সেখানে স্থায়ী প্রাচীর তুলতে উদ্যোগ নিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *