ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে নারী ফুটবল ম্যাচ চলাকালীন পৈশাচিক ঘটনা ঘটেছে।

দর্শকদের হামলায় খেলোয়াড়সহ ৩ জন আহত হয়েছেন। এই দর্শকরুপী যারা হামলা চালিয়েছে, তারা নিশ্চয়ই দর্শক নয়।

নারী ফুটবল প্রতিযোগিতা আয়োজনে মাঠে উপচে পড়া দর্শক হয়। এবং দুর্ভাগ্যবশত এদের ৯০ ভাগ তৌহিদী জনতার বেশে জামায়াতের সমর্থক।

যারা ম্যাচ চলাকালীন সময়ে এইভাবে ঝাঁপিয়ে পড়ে। এই জামায়াত নাকি আবার মেয়েদের নিরাপত্তা দেবে?

যাদের একটা মাঠে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নাই তারা পুরো জাতিকে নিরাপত্তা দেবে!

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুব সংঘের আয়োজনে এ প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ চলাকালে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, প্রীতি নারী ফুটবল খেলায় অংশ নেয় ঢাকা নারী ফুটবল দল এবং সিরাজগঞ্জ নারী ফুটবল দল। এই ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও স্বপ্না অংশ নেন।

কিন্তু খেলা আর শান্তিমতো হতে দেয়া হলো না। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় মাঠের দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়।

পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ঘটনায় এতে ২ জন দর্শক এবং ১ নারী ফুটবলার আহত হন।

এইরকম কাণ্ডে অবশেষে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি একেবারেই স্বাভাবিক নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *