ঢাকা: বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার নোট! বঙ্গবন্ধু ব্রাত্য!
জুনের প্রথম সপ্তাহে রবিবার অথবা সোমবার থেকে নতুন নোট ব্যাংকে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান। জানা গিয়েছে, ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক ঈদুল আজহা ২০২৫-এর আগে নতুন ডিজাইনের কিছু কাগজের নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই নতুন নোটগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো—এগুলোতে কোনো ব্যক্তির মুখাবয়ব থাকবে না, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও থাকছে না।
নতুন নোটে কী থাকছে?
২০, ৫০ ও ১০০০ টাকার নোট: এই নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে আগের কিছু ঐতিহাসিক নকশা এবং ‘জুলাই অভ্যুত্থান’-এর গ্রাফিতি চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে ।
জানা যাচ্ছে, নতুন নোটগুলোর ছাপার কাজ গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির ছাড়া নোটের কথা কল্পনাও করতে পারেন না ৭১ এর পক্ষের জনগণ।
কারণ এই বাংলাদেশের জন্মই হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে,আর তিনিই বাঙালি জাতির পিতা।তাই একমাত্র বঙ্গবন্ধুর ছবি টাকার নোটে ব্যবহার করা যাবে, অন্য কারো নয়। এটাই মনে করা হয়।