ঢাকা: এই ঘূর্ণিঝড়ের নাম মন্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড। মন্থার বাংলা অর্থ সুগন্ধী ফুল। শুনে চমকাচ্ছেন? কিন্তু এটাই সত্যি।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশে তৈরি হওয়া নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, নিম্নচাপটি ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’।
বর্তমানে নিম্নচাপটি চট্টগ্রাম থেকে প্রায় ১ হাজার ৩৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, পায়রা থেকে প্রায় ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
এদিকে, পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেছেন, বিভিন্ন গাণিতিক মডেল ইঙ্গিত দিচ্ছে, ২৮ বা ২৯ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
বলা হচ্ছে, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। আর চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির পরিমাণ কম থাকবে।
