ঢাকা: ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে ভারত। সে কারণে ভারতের ওপর এখন যোগ্যতা অর্জনের চাপ নেই। তাদের লক্ষ্য স্বাভাবিকভাবেই ফাইনালের প্রস্তুতি আরও শক্ত করা।
আজ, আত্মবিশ্বাসী ভারতের মুখোমুখি হবে টানা পাঁচ ম্যাচে হারা বাংলাদেশ।
আজ, ২৬ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
আজ এদিকে, বাংলাদেশের জন্য এটি নিজেদের প্রমাণ করার ভালো সুযোগ।
বাংলাদেশের আশার জায়গা আছে। এবার ব্যাটসম্যানরা কিছুটা ধৈর্য ধরে খেলতে পারলে বেশ ফলাফল দেখাতে পারে।
সেমিফাইনালের স্বপ্ন পূরণ না হলেও, শেষটা অবশ্য জয় দিয়ে রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল।
এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ ব্যাটিং। তাই খেলাটা বেশ হাড্ডাহাড্ডি হবে আজ।
