চট্টগ্রাম: কী ভয়ঙ্কর অবস্থা দেশের! নীরব প্রশাসন সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দাতা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরিচয়ে মধ্যরাতে এক নিরীহ, অসুস্থ নাগরিককে বাড়ি থেকে অপহরণ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তার মুক্তির বিনিময়ে আদায় করা হচ্ছে ১০ লাখ টাকার ভয়ঙ্কর ‘মুক্তিপণ’!

মানুষ তো আর বাঁচার জায়গায় নেই এই বাংলাদেশে! প্রতিদিন আতঙ্ক নিয়ে ঘুম ভাঙে।

এই মাঝরাতে মব সৃষ্টি করে এক সহজ সরল ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা-কর্মীরা।

শুক্রবার রাতে চান্দগাঁও থানাধীন পাঠানিয়াগোদা এলাকায় এই ঘটনা ঘটে। রাতে পুলিশের হাতে তুলে দেওয়ার পর শনিবার তাকে মামলা থেকে রেহাই দেওয়ার কথা বলে পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

কিন্তু চাঁদার টাকা না পাওয়ায় তুলে দেওয়া হয় পুলিশের হাতে। অগত্যা হতভাগ্য নিরাপরাধ ব্যক্তিকে যেতে হলো কারাগারে।

ভুক্তভোগী ব্যক্তির নাম আনিসুর রহমান। তিনি চান্দগাঁও থানাধীন পাঠানিয়াগোদা এলাকার আবদুস সাত্তারের ছেলে। একটি বেসরকারি কোম্পানিতে ব্যবস্থাপক হিসাবে চাকরি করেন তিনি।

গ্রেফতারের পেছনে অন্যতম কারণ চাঁদার টাকা না দেওয়া। এনসিপির যুব সংগঠন যুবশক্তি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে মব সৃষ্টি করে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।

আনিসের স্ত্রী বিবি মরিয়ম জানান, তার স্বামীর হার্টে তিনটি রিং পরানো আছে এবং তিনি গুরুতর অসুস্থ।

কিন্তু অসুস্থতার কোনো তোয়াক্কা না করে, ভয় দেখিয়ে আনিসকে ঘুম থেকে তুলে নিয়ে আসে ওই মব। এরপর প্রকাশ্যেই তাকে “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরে টাকা না পেয়ে মিথ্যা হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই যদি হয় সরকার, প্রশাসনের অবস্থা!? এত অন্যায়, অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে?আইনকে ব্যক্তিগত হাতিয়ার বানানোর স্পর্ধা দেখিয়ে ফেলেছে এই অবৈধ সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *