ঢাকা: রাজনৈতিক কারণে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, রিমান্ডেও নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম।

আজ , সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে গ্রেফতার শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে এই কথা বলেছেন।

উল্লেখযোগ্য যে, আজ জুলাই আন্দোলনে উত্তরা পশ্চিম থানা এলাকায় নিহত ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তাঁকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

পরে তাঁর উপস্থিতিতেই গ্রেফতার দেখানোর জন্য আজকের দিনটি ধার্য করেন আদালত।

আজ সোমবার সকাল ৯টার দিকে আতিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।

আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, আতিকুল ইসলামকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনও অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায় বিচার হলে এসব মামলায় তার কোনও সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। সে জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *