ঢাকা: শাপলা প্রতীক দেয়া যাবে না টোকাই এনসিপিকে। অথচ এই শাপলার জন্য দিনরাত লেগে আছে চাঁদাবাজদের দল।
বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই।
নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ, সোমবার ( ২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় এই কথা জানিয়েছেন ইসি সচিব।
ইসি সচিব বলেছেন, ‘শাপলার প্রশ্নে এখনো নির্বাচন কমিশন আগের অবস্থানে আছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনো কমিশন আগের অবস্থায়ই আছে।’
এছাড়াও সচিব বলেন, ‘আরপিও সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা ঠিক হবে না।’
