কুমিল্লা: দ্বিতীয় স্বাধীনতার স্বাদ নিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনের দেশে মুক্তিযোদ্ধার ঠাঁই নেই। তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে! এখন “মুক্তিযোদ্ধা যেখানে অবহেলিত, রাজাকার সেখানে সম্মানিত!”
কুমিল্লার চৌদ্দগ্রামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালানো হয়, বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।
আলী হোসেন গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর স্ত্রী রাশেদা আখতার কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। রাশেদার ছোট ভাই মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান।
জানা গিয়েছে, আলী হোসেন বহুদিন ধরে পরিবার নিয়ে কুমিল্লা শহরে বসবাস করেন। জামশেদ আলম নামের একজন ব্যক্তি ঐ বাড়িটির দেখাশোনা করেন।
মঙ্গলবার রাত দেড়টার পর দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর চালানো শুরু করে। ঘরবাড়ি ভেঙে শেষে আগুন লাগিয়ে পালিয়ে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
ঘটনায় রাশেদা আখতার বলেছেন, একদল দুর্বৃত্ত তাঁদের বাড়িতে হামলা করে ভাঙচুর করে। পরে পেট্রল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হুমকির মুখে আমার স্বামী গ্রামের বাড়িতে যেতেন না। বর্তমানে তিনি অসুস্থ। আগেও দুষ্কৃতকারীরা একবার বাড়িতে হামলা করে ভাঙচুর করেছিল।
মঙ্গলবার রাতে আবার হামলা করে আগুন ধরিয়ে দিয়েছে। কারা হামলা চালিয়েছে, সেটা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে হামলাকারীদের সংখ্যা ছিল ১০ থেকে ১২ জন। তাঁরা মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল।’
এই নতুন দেশে এখন রাজাকাররা বেকসুর খালাস পেয়ে যাচ্ছে আর মুক্তিযোদ্ধাদের বন্দী করা হচ্ছে। তাঁদের উপর চলেছে নির্মম অত্যাচার।
একাত্তরের এক অগ্নিঝরা সকাল থেকে শুরু হয়েছিল এক বিপ্লবের যাত্রা। না, সেটা কেবল অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া নয়-সেটা ছিল একটা জাতির আত্মপরিচয়ের লড়াই, আত্মমর্যাদার যুদ্ধ। যে যুদ্ধের মূল কথা ছিল- অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো।
সেই যুদ্ধে যারা বুক দিয়ে আগুন থামিয়েছিল, তাদের আমরা বলি “মুক্তিযোদ্ধা”-তাদেরই রক্তে রঞ্জিত মাটিতে দাঁড়িয়ে আজ আমরা বলছি- “আমরা স্বাধীন।”
কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন?আজ প্রশ্ন!
যারা স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল, রাজাকার নামের অভিশাপ হয়ে ইতিহাসে চিহ্নিত ছিল-আজ তারা মাথা তুলে হাঁটে।