ঢাকা: মন্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই জনমনে। ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে তীব্র প্রভাব ফেলতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা।
আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন বলছে, মঙ্গলবার ভোর ৫.৩০ নাগাদ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
এবং গত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ভোর ৫.৩০ নাগাদ মন্থার কেন্দ্র ছিল — মছলিপত্তনম থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কাকিনাডা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে।
এদিকে বৃষ্টি লেগে গেছে। মঙ্গলবার সকাল থেকে ওড়িশার আট দক্ষিণাঞ্চলীয় জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। জেলাগুলো মলকানগিরি, কোরাপুট, রায়গড়া, গজপতি, গঞ্জাম, নবরংপুর, কলাহান্ডি ও কাঞ্চমল।
সরকার সতর্কতা অবলম্বন করছে। যাতে জনগণের ক্ষতি না হয়।
জেলাগুলোতে মোট ১৪০টি উদ্ধারকারী দল এনডিআরএফ, ওডিআরএফ ও ফায়ার সার্ভিসের কর্মীদের মোতায়েন করা হয়েছে।
