মানিকগঞ্জ: নেতাদের আচার আচরণ, চাল চলন যদি এত উগ্রবাদী হয়, তাহলে তারা দেশসেবা করবে কীভাবে? তারা কি আদৌ দেশসেবা করতে এসেছে?
মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে উত্তেজনা লেগে যায়। তাঁদের মধ্যে তীব্র বাগবিতণ্ডার ঘটনা ঘটে।
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। টোকাই এনসিপি যেখানেই যায় সেখানেই এইভাবে ঝগড়া বাঁধায়। কোনো কোনো জায়গায় তো সারজিক গলার নলি ছিঁড়ে নেয়ার পর্যন্ত হুমকি দেয়। এই হচ্ছে নেতার মুখের ভাষা।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এই ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, দলীয় নেতা-কর্মীদের নিয়ে মানিকগঞ্জে একটি সভার আয়োজন করে এনসিপি।
সভা চলার এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক ওরফে দাড়ি ওমর সভাস্থলে ঢুকে সারজিস আলমের সঙ্গে হট্টগোলের সৃষ্টি করে।
আর সারজিস আলম কম যায় না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওমর ফারুক সারজিস আলমকে উদ্দেশ্য করে ধমকের সুরে বলছেন- ‘এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা! আমরা এই জায়গার স্টেক হোল্ডার! উনি জামায়াতের লোক!’
উত্তরে সারজিস আলম বলেন-
‘জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না? আপনি এদিকে আসেন। আপনার কি সমস্যা? আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না!’
এদিকে সারজিস আলম তাঁকে চিপায় কেন নিয়ে গেলেন এই নিয়ে আলোচনা চলছে চারপাশে!
