ঢাকা: ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আবার হাজার ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪১ জন।

এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।

তবে অনেকেই ডেঙ্গু রোগী আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হচ্ছেন না, ফলে সঠিক সংখ্যা বের করা যায় না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ৫৯ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *