ঢাকা: ঘূর্ণিঝড় ‘মন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা থাকছে।
আজ, বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর দমকা ঝোড়ো হাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, কলকাতায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
পুলিশ জানায়, কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে এক নারী নিহত হয়েছেন। প্রবল বাতাসে একটি তালগাছ ভেঙে পড়ে তাঁর ওপর।
রাজ্য সরকারের প্রাথমিক হিসাব মতে, ঝড়ে ৩৮ হাজার হেক্টর কৃষিজমির ফসল এবং এক লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঝড় প্রভাবিত এলাকা থেকে ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ২১৯টি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে এবং গবাদিপশুর জন্য ৮৬৫ টন খাদ্যসামগ্রী সংরক্ষণে রাখা হয়েছে।
