ঢাকা: হ্যাঁ, আসলেই নির্বাচন নাও হতে পারে। জনগণের মনের কথাটাই বলে ফেললেন। কারণ সেই তালবাহানাই তো খোঁজা হচ্ছে যাতে নির্বাচন না হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে। কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তাহের এই কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন।

জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে এটিই যথার্থ বলে আমরা মনে করি। গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিআরের বিষয়টাও জড়িত, কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটার সমাধান হতে হবে। নভেম্বর শেষের দিকে গণভোট হয়ে যেতে পারে।

নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও শংকা প্রকাশ করেন এই জামায়াত নেতা। এ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামায়াতের পক্ষ থেকে সে সকল প্রস্তুতি রয়েছে বলেও প্রতিনিধি দলকে জানান তিনি।

ডা. তাহের বলেন, ভোটকক্ষে সিসি ক্যামেরা, কেন্দ্রে আর্মি, বিজিবি, র‌্যাব সব বাহিনীর অবস্থান নিশ্চিত করতে হবে। এর আগে এসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতো, এবার তাদেরকে প্রতিটি কেন্দ্রে অবস্থান করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *