মানিকগঞ্জ: দেশটা আগুনে পুড়ে শেষ। দেশে সনাতনীদের মন্দিরে আক্রমণ চলছে। আর কত আগুনে পোড়ালে জাগবে রাষ্ট্র?
এবার আগুন শেষ করে ফেললো মানিকগঞ্জের কালি মন্দির।ভোর হওয়ার আগেই ছাই হয়ে গিয়েছে সনাতনীদের মন্দির!
বর্বরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এই অবস্থা। অথচ সব দেখে শুনেও রাষ্ট্র নিশ্চুপ। প্রশাসন অন্ধ।
এখনো অভয়নগরের ২০ ঘর পুড়ে যাওয়ার ক্ষত শুকায়নি।
তারপরেই আবার মানিকগঞ্জে আগুনের আঘাত—ঘটনাগুলো প্রমাণ করে, ন্যায় বিচার নিথর, সন্ত্রাসীরা নিশ্চিন্ত ।
মানিকগঞ্জ সদর উপজেলায় কালিমন্দিরে অগ্নিকাণ্ডটি হয়েছে। এতে মন্দিরে থাকা কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ, স্থানীয় লোকজন ও মন্দির কমিটির লোকজন জানান, ভোরে আধাপাকা ঘরে কালী মন্দিরে আগুন জ্বলতে দেখেন পাশের লোকজন। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন।
বুধবার, ২৮ মে ভোরে সদর উপজেলার সদরপুর ঘোনা এলাকার কালী মন্দিরে এই আগুনের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মন্দিরে মা কালি, হনুমান ও অসুরসহ কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে যায়।