ঢাকা: নির্বাচনের মুলো ঝুলিয়ে তো রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি। আদৌ নির্বাচন হবে কিনা সে নিয়েও যথেষ্ট সন্দেহ আছে।

তবে বলা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তবে এই সরকারের কোনো কথাই আমলে নেয়ার মতো না।

যাই হোক, ডাস্টবিন শফিক জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা প্রস্তুত করা হয়েছে। পদায়নে শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনদের এলাকায় কেউ দায়িত্ব পাবেন না।

এছাড়া গত তিন নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের সময় দেশের ভেতরে এবং বাইরে থেকে সামাজিক মাধ্যমে এআই ব্যবহার করে নানা অপপ্রচার চালানো হতে পারে। প্রধান উপদেষ্টা এ ধরনের পরিস্থিতি প্রতিরোধের নির্দেশনা দিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রোধে একটি কমিটিও গঠন করা হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *