ঢাকা: ডেঙ্গুর লাফালাফি সারা দেশজুড়ে। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। একদিনে আক্রান্তের সংখ্যা কখনো কখনো হাজার পার হয়ে যাচ্ছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহর অসুস্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
আজ বৃহস্পতিবার দুপুরে মাহমুদউল্লাহর স্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেছেন।
যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ। তাঁর স্ত্রী মিষ্টি সেখানে লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাঁকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।’
মাহমুদউল্লাহর স্ত্রী আরও লিখেছেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’
গত চারদিন ধরেই অসুস্থ তিনি। প্রথমদিকে জ্বরে ভুগছিলেন। ডাক্তারি পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরপর হাসপাতালে ভর্তি করা হয় রিয়াদকে। তবে অবস্থা স্বাভাবিক বলে জানা গিয়েছে।
