ঢাকা: শাপলা নিয়ে লুকোচুরি খেলা চলছে। ধীরে ধীরে প্রসেসিং করছে নির্বাচন কমিশন।
শাপলা কলি যুক্ত হলো, তারপর যুক্ত হবে শাপলা ফুল।
নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। প্রতীকটি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
যদিও টোকাই এনসিপি গোঁ ধরে বসে আছে ঠিক মায়ের কাছে শিশুর আবদারের মতো, তাদের শাপলাই চাই।
ইসির সিদ্ধান্তে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘শাপলা কলি’ প্রতীকের তালিকায় যুক্ত করে গেজেট প্রকাশ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই মন্তব্য করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মুসা।
তিনি বলেন, ‘‘আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলাই চাই। ‘শাপলা কলি’ প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।’’
উল্লেখযোগ্য যে, নতুন প্রতীক যুক্ত করায় এখন সব মিলিয়ে নির্বাচনি প্রতীকের সংখ্যা দাঁড়ানো ১১৯টি।
তবে মোদ্দা কথা হলো, নির্বাচন কমিশনের ওপর কোনো আস্থা নেই জনগণের।
গেজেটে ‘শাপলা কলি’ দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন ফাজলামো শুরু করে দিয়েছে।
নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের উপর নির্ভর করছে মানুষের ভোটাধিকার তথা গণতন্ত্রের অনেকখানি।
তাদেরকে এইসব বিষয় নিয়ে ছেলেখেলা মানায় না। জনগণের সাথেই তারা ছেলেমানুষি করছে।
জাতীয় নির্বাচনের মত বড় দায়িত্ব তারা পালন করতে পারবে এই বিশ্বাস তাদের উপর আর রাখা যায় না।
