ঢাকা: অনেকে জাদুবলে টিকে আছেন, অনেকে বিনা দোষে ছাঁটাই হচ্ছেন। সব ভুতুড়ে ব্যাপার ঘটছে দেশে।
এখনো জাদু বলেই টিকে আছেন উত্তর সিটির প্রশাসক এজাজ। লুটেপুটে খেয়েও টিকে আছেন। এদিকে দক্ষিণ সিটির প্রশাসককে সরিয়ে দেয়া হলো।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
এবং একইসাথে তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বও পালন করছিলেন।
তবে কোন কারণে তাঁকে সরানো হলো সেটা কিছু জানানো হয়নি।
বুধবার (২৯ অক্টোবর) তাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হঠাৎ হঠাৎই এমন সিদ্ধান্ত ঘটে যাচ্ছে। কারো কিছু বলার অধিকার নেই।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।
