ঢাকা: আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় চলছে প্রতিদিন। বলা যায়, এর আগে রীতিমতো হুমকি দেয়া হয় যে আওয়ামী লীগ ধরা হবেই।
যদিও এইসব নির্যাতনে কর্মীরা আরো সক্রিয় হয়ে উঠছে। জয় বাংলা স্লোগান এখন চারদিকে উঠছে।
রাজধানীতে এবার ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ, শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
অথচ একজন ছিনতাইকারী, মব সৃষ্টিকারী, খুনীদের ধরতে পারে না এই প্রশাসন! হাত ফস্কে কিংবা হাতে হাতকড়া নিয়েই ১০/১২ জন পুলিশের সামনে থেকে পালিয়ে যাচ্ছে তারা?
