গাজীপুর: রেল বিভাগ বসে আছে গালে হাত দিয়ে। এদিকে একের পর ট্রেনের শরীরের বেহাল অবস্থা! হর হামেশা কোথাও না কোথাও বগিচ্যুত হওয়ার ঘটনা ঘটছেই।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে।

এই ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী ঘটনা সম্পর্কে জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *